দেশব্যাপী খুন, ধর্ষণ ও নিপীড়নের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগের দাবিতে শাহবাগে মশাল মিছিল করেছেন বামপন্থি ছাত্রসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যার পরে শাহবাগ থেকে মশাল মিছিল শুরু করেন তারা। মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, নারীদের প্রতি সহিংসতা রোধে সরকার বারবার ব্যর্থ হচ্ছে। অপরাধীরা বিচারহীনতার সুযোগ নিয়ে আরও বেপরোয়া হয়ে উঠছে।
তারা বলেন, নারী ও শিশু নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। এ সময় তারা ‘আইনশৃঙ্খলার অবনতিতে ব্যর্থতা’র দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।
মশাল মিছিলে বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


