ঢাকা শুক্রবার, ০৯ মে, ২০২৫

এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতাকে ধরতে পরোয়ানা নিয়ে বাসায় পুলিশ

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ৯, ২০২৫, ১২:৪১ পিএম
বিএনপি নেতা সাজেদুল ইসলাম সুমনের বাাড়িতে পুলিশ। ছবি- সংগৃহীত

এক যুগ আগে গুম হওয়া বিএনপি নেতা সাজেদুল ইসলাম ওরফে সুমনের বাসায় গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে তেজগাঁও থানা-পুলিশ। এ ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছেন সুমনের পরিবার ও মানবাধিকারকর্মীরা।

গতকাল বৃহস্পতিবার (৮ মে) রাত সাড়ে ৮টার দিকে শাহিনবাগের ওই বাসায় গিয়ে পুলিশ সদস্যরা পরিবারের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ করেছে সাজেদুলের পরিবার।

গুম হওয়া ব্যক্তিদের পরিবারের সংগঠন ‘মায়ের ডাক’-এর সমন্বয়কারী ও সাজেদুলের বোন সানজিদা ইসলাম বলেন, ‘২০১৩ সালে আমার ভাই গুম হয়েছেন। অথচ এখন তার নামে থাকা পুরোনো মামলায় পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে বাসায় এসেছে। এটা কীভাবে সম্ভব?’ তিনি অভিযোগ করেন, পুলিশের আচরণ ছিল রহস্যজনক ও আপত্তিকর।

তেজগাঁও থানার ওসি মোবারক হোসেন বলেন, ‘এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে। পুলিশ সদস্যরা সুমনকে চিনতেন না। অনেকগুলো পরোয়ানা ছিল, সেগুলো নিয়েই তারা গিয়েছিলেন।’

এদিকে ঘটনাটি নিয়ে দুঃখপ্রকাশ করে গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।