ঢাকা বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫

ইনসাফ বারাকাহ হাসপাতালে হেমাটোলজি ও ব্লাড ক্যানসার সেন্টার চালু

রূপালী ডেস্ক
প্রকাশিত: মে ২৭, ২০২৫, ০৯:১২ পিএম
‘হেমাটোলজি ও ব্লাড ক্যানসার’ সেন্টার উদ্বোধন করেন ডা. সৈয়দ আফজালুল করিম। ছবি- সংগৃহীত

ব্লাড ক্যানসার ও রক্তরোগ বিষয়ক সেবা দিতে রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকাহ হাসপাতালে চালু হয়েছে ‘হেমাটোলজি ও ব্লাড ক্যানসার’ সেন্টার। 

মঙ্গলবার (২৭ মে) ব্লাড ক্যানসারের বিরুদ্ধে লড়াই করার লক্ষ্যে ইনসাফ বারাকাহ হাসপাতাল সহানুভূতির সঙ্গে রোগীদের পাশে থাকার অঙ্গীকারের অংশ হিসেবে এ সেন্টার যাত্রা শুরু করে।

ব্লাড ক্যানসার ও রক্তরোগ সম্পর্কিত রোগীরা সাশ্রয়ী মূল্যে এখান থেকে প্রায় সব ধরনের সেবা পাবেন।

প্রধান অতিথি হিসেবে সেন্টারটির উদ্বোধন করেন ইনসাফ বারাকাহ হাসপাতালের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম।

আগামীকাল বুধবার বিশ্ব ব্লাড ক্যানসার দিবসকে সামনে রেখে চিকিৎসক, বিশিষ্টজন ও সাংবাদিকদের নিয়ে মতবিনিময় সভারও আয়োজন করা হয়েছে।

ইনসাফ বারাকাহ হাসপাতালের কনসালটেন্ট রক্তরোগ ও ব্লাড ক্যানসার বিশেষজ্ঞ ডা. জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. সৈয়দ আফজালুল করিম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ক্যানসার হাসপাতালের গাইনি ক্যানসার বিভাগের প্রধান অধ্যাপক ডা.বেগম রোকেয়া আনোয়ার, রক্তরোগ ও ব্লাড ক্যানসার বিশেষজ্ঞ ডা. ফেরদৌসী বেগম, ডা. আরিফ উর রহমান, ডা. রিফাত জিয়া হোসেন, ডা. তাসনিম হোসাইন ও হাসপাতালের এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হোসেন প্রমুখ।

ডা. সৈয়দ আফজালুল করিম বলেন, ‘শুরুতে শনাক্ত হলে ব্লাড ক্যানসার থেকেও আরোগ্য লাভ করা যায়। শিশুদের ব্লাড ক্যানসার (এএলএল) ৮০ শতাংশ পর্যন্ত আরোগ্য লাভ করে, প্রয়োজন যথাযথ চিকিৎসা ও সেবা।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ক্রমাগতভাবে ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে, প্রতি লাখে ১১৪ জন ক্যানসারে আক্রান্ত হচ্ছে। ২০৫০ সালের মধ্যে এখনকার চেয়ে দ্বিগুণ মানুষ ক্যানসারে আক্রান্ত হতে পারে বলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে। ক্যানসার থামাতে এখন থেকে সবাইকে সচেতন হতে হবে। রোগ নির্ণয় করতে হবে। শুরুতে ধরা পড়লে ক্যানসারের চিকিৎসা সম্ভব।’

ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, ‘ইনসাফ বারাকাহ হাসপাতালে দেশের বিশিষ্ট রক্তরোগ বিশেষজ্ঞরা (হেমাটোলজিস্ট) চিকিৎসা ও পরামর্শ দেবেন । একই সঙ্গে এই হাসপাতালে রক্ত রোগ সম্পর্কিত নানা পরীক্ষা-নিরীক্ষার ব্যবস্থাও রয়েছে।’

 

উল্লেখ্য, ‘মুনাফা নয়, সেবাই প্রথম’- স্লোগানকে প্রাধান্য দিয়ে ইনসাফ বারাকাহ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। এ লক্ষ্যে সবধরনের পরীক্ষা-নিরীক্ষায় ২৫ শতাংশ ছাড়ের ব্যবস্থা রয়েছে। অনুষ্ঠানটি স্পন্সর করেছে হেলথকেয়ার লিমিটেড।