ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) ভবনের ক্যান্টিন সংস্কারের সময় দেওয়াল চাপা পড়ে দানী ইসলাম (৫০) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ জুলাই) দুপুর তিনটার দিকে গুরুতর আহত অবস্থায় দানী ইসলামকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত দানীর বাড়ি কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার নয়ানগর গ্রামে। তিনি পরিবারসহ রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় ভাড়া থাকতেন। তার সংসারে রয়েছে দুই মেয়ে ও তিন ছেলে।
মৃতের শ্যালক শহিদুল ইসলাম জানান, ‘আমি অনেকদিন ধরে আইবিএ ক্যান্টিনে কাজ করছি। আজই প্রথম আমার দুলাভাইকে কাজে নিয়ে আসি। দেওয়াল ভাঙার সময় হঠাৎ সেটি তার ওপর ধসে পড়ে। দ্রুত হাসপাতালে আনলেও চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।’
এদিকে ঘটনার পর ক্যান্টিন সংস্কার প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলী মালেকের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে অবহিত করা হয়েছে।’
আপনার মতামত লিখুন :