রাজধানীর আফতাবনগর ১১ নম্বর রোডের বি ব্লকে চুরি করতে গিয়ে দেয়াল চাপা পড়ে মো. রমজান (১৭) নামে এক কিশোর নিহত হয়েছে।
গতকাল সোমবার (৭ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় রাত আড়াইটার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত রমজান শেরপুর জেলার সদর থানার পাকুরিয়া গ্রামের সেলিম মিয়ার ছেলে। বর্তমানে খিলগাঁওয়ের মৌলভীর টেক এলাকায় ভাড়া থাকত।
নিহতের খালা ফাতেমা বেগম জানান, ‘আমার ভাগিনা রমজান খিলগাঁও মৌলভির টেক এলাকায় থাকত। এত রাতে সে ওখানে কি উদ্দেশ্যে গেছে এটি প্রথমে না জানতে পারলেও পরে জেনেছি সে চুরি করতে গিয়েছিল। কিন্তু সে চুরি করতে পারেনি। দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে মারা যায়।’
অন্যদিকে নিহত রমজানের মা হেনা বেগম ঢাকা মেডিকেলে এসে জানায়, তার ছেলে অজ্ঞাত গাড়ি ধাক্কায় মারা গেছে। পরে পুলিশের জেরার মুখে আসল ঘটনার বিষয়টি জানা যায়।
বিষয়টি নিশ্চিত করে বাড্ডা থানার উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান মারুফ বলেন, ‘রাতে আফতাবনগরের দুই নাম্বার সেক্টরের ১১ নম্বর রোডের বি-ব্লকের এক নম্বর প্লটের নির্মাণাধীন ভবনে রড চুরি করতে যায় তারা। এ সময় দেয়াল বেয়ে ওঠার সময় দেয়াল চাপা পড়ে গুরুতর আহত হয় রমজান। পরে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
এসআই আরও জানান, ‘প্রথমে ঢাকা মেডিকেলে আসার পর তারা বলেছিল, এটি সড়ক দুর্ঘটনায় মারা গেছে। কিন্তু পরবর্তীতে আমরা তদন্তে জানতে পারি, রড চুরি করতে গিয়ে দেয়াল চাপা পড়ে মারা যায় কিশোর রমজান। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।’
আপনার মতামত লিখুন :