বাংলাভিশন টেলিভিশনের সিনিয়র ক্যামেরা জার্নালিস্ট (ফটো সাংবাদিক) উজ্জ্বল দাসের পিতা নান্টু রঞ্জন দাস (৭৩) আর নেই।
গতকাল শুক্রবার (১১ জুলাই) রাত ১১টা ৪০ মিনিটে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে তিনি লিভার ও কিডনি জটিলতাসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
শনিবার (১২ জুলাই) তার নিজ গ্রাম নরসিংদী জেলার পলাশ উপজেলার জিনার্দীতে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।
মৃত্যুকালে তিনি তিন পুত্র, এক কন্যা এবং বহু গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :