রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় ডাকাতি করে পালানোর সময় চার ব্যক্তিকে আটক করেছে পুলিশ। রোববার বিকেলে এই ঘটনা ঘটে।
আটকদের বর্তমানে পল্লবী থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, আটককৃতরা নিজেদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য হিসেবে পরিচয় দিয়ে একটি বাসায় ডাকাতি করার চেষ্টা করেছিল।
এই ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্য জড়িত থাকতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিউল ইসলাম বলেন, এই ঘটনায় চারজন আমাদের থানায় আটক আছে।
তাদের জিজ্ঞাসাবাদ করছি। ডাকাতির সঙ্গে আর কে কে জড়িত আছে, তা আমরা জিজ্ঞাসাবাদে জানার চেষ্টা করছি।
তিনি আরও জানান, এই মুহূর্তে আটকদের নাম-পরিচয় প্রকাশ করা যাচ্ছে না এবং বিস্তারিত তথ্য পরে জানানো হবে।