ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি: বার্ন ইনস্টিটিউট থেকে ছাড়পত্র পেল দগ্ধ দুই শিক্ষার্থী 

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৫:০০ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ।

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিধ্বস্তের ঘটনায় দগ্ধ  আয়ান খান (১২)ও রাফসী(১২) নামে দুই শিক্ষার্থীকে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে  ছাড়পত্র দেওয়া হয়েছে। শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাদের হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়।

শনিবার (২৬ জুলাই) বেলা পৌনে ৩টার দিকে এক সংবাদ সম্মেলনে  বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. নাসির উদ্দিন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর ডা. নাসির উদ্দিন বলেন, বর্তমানে আমাদের এখানে ৩৬ জন চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে চারজনের অবস্থা সংকটাপন্ন, যারা আইসিইউতে চিকিৎসাধীন। সিবিআর ক্যাটাগরিতে ৯ জন রয়েছে। বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি।

তিনি বলেন, আয়ান ও রাফসীর শারীরিক অবস্থা উন্নত হওয়ায় তাদের ছাড়পত্র দেওয়া হয়েছে। আমরা পর্যায়ক্রমে আরও অন্তত ১০ জনকে আগামী এক সপ্তাহের মধ্যে ছাড়পত্র দেওয়ার পরিকল্পনা করেছি।

 তবে আশার এই আলো ছাপিয়ে এসেছে দুঃখের সংবাদও। শনিবার (২৬ জুলাই) সকালে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায়  এক ঘণ্টার ব্যবধানে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী জারিফ (১৩) ও  প্রতিষ্ঠানের অফিস সহকারী (আয়া) মাসুমা বেগম (৩৮) মারা গেছেন।

উল্লেখ্য, গত ২৪ জুলাই উত্তরার দিয়াবাড়ি এলাকায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনায় পতিত হয়। এতে মাইলস্টোন স্কুলের একাধিক শিক্ষার্থী ও স্কুলকর্মী দগ্ধ হন।