ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

রাজধানীতে পূর্ব শত্রুতার জেরে নারীকে পিটিয়ে হত্যা

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ১১:৫২ এএম
ছবি- সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে পূর্ব শত্রুতার জেরে রওশন আরা (৬৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত রওশন আরা হাজারীবাগের ৫ নম্বর কালু নগর বেরিবাঁধ সংলগ্ন এলাকার বাসিন্দা ও আমজাদ হোসেনের স্ত্রী।

এর আগে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাতে বাড়ির সামনে পূর্ব শত্রুতার জেরে ৩–৪ জন দুর্বৃত্ত তাকে লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।

অবস্থা আশঙ্কাজনক হলে শুক্রবার (১ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের মেয়ে রুনা আক্তার বলেন, ‘বৃহস্পতিবার রাতে আমাদের বাড়ির সামনে পূর্ব শত্রুতার জেরে ৩–৪ জন দুর্বৃত্তের সঙ্গে কথা-কাটাকাটির একপর্যায়ে তারা লাঠি দিয়ে আমার মাকে এলোপাতাড়ি মারধর করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ভোরে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হলে চিকিৎসক জানান, তিনি আর বেঁচে নেই।’

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ঘটনাটি হাজারীবাগ থানাকে জানানো হয়েছে।’