‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে জাতীয় সংসদ ভবন এলাকা এবং মানিক মিয়া অ্যাভিনিউতে যান চলাচলে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (৫ আগস্ট) দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ড্রোন শোর আয়োজন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়। এতে ব্যাপক জনসমাগমের আশঙ্কায় যানজট এড়াতে বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
মিরপুর বা মোহাম্মদপুর থেকে আগত যানবাহনকে আড়ং ক্রসিং হয়ে ধানমন্ডি-২৭ দিয়ে চলাচল করতে অনুরোধ করা হয়েছে।
সায়েন্স ল্যাব থেকে আসা গাড়িকে মানিক মিয়া অ্যাভিনিউ এড়িয়ে গণভবন ক্রসিং হয়ে বিজয় সরণি দিয়ে চলাচল করতে বলা হয়েছে।
ফার্মগেট এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়ে ধানমন্ডিমুখী যানবাহনকে উড়োজাহাজ ক্রসিং ও লেক রোড হয়ে চলাচলের অনুরোধ করা হয়েছে। সম্ভব হলে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করতে বলা হয়েছে।
ফার্মগেট থেকে মিরপুরগামী যানবাহন যেন বিজয় সরণি হয়ে চলে।
মিরপুর থেকে ফার্মগেটগামী যানবাহন যেন লেক রোড–উড়োজাহাজ ক্রসিং–বিজয় সরণি হয়ে আসে।
বিকল্প রুট আগারগাঁও থেকে শিশু মেলা পর্যন্ত সড়ক ব্যবহারের অনুরোধ।
অনুষ্ঠানে আগত দর্শনার্থীদের আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে গাড়ি পার্কিংয়ের অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, মানিক মিয়া অ্যাভিনিউয়ে সকাল ১১টা থেকে রাত ১২টা পর্যন্ত চলবে অনুষ্ঠান।
মূল আকর্ষণসমূহের মধ্যে রয়েছে- সকাল ১১টায় সংগীত পরিবেশনা, দুপুর ২টা ১৫ মিনিটে ফ্যাসিস্টের পলায়ন উদ্যাপন, বিকেল ৫টায় ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ, সন্ধ্যা সাড়ে ৭টায় ড্রোন শো, রাত ৮টায় আর্টসেল ব্যান্ডের পরিবেশনা
এসব অনুষ্ঠানমালা ঘিরে ঢাকা মহানগরবাসীকে যান চলাচলে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি।
আপনার মতামত লিখুন :