রাজধানীতে মেয়েকে এইচএসসি পরীক্ষা কেন্দ্রে দিয়ে ফেরার পথে মাথায় ওপর থেকে ইট পড়ে একজন নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। অভিযোগ উঠেছে, একটি ডেভেলপার কোম্পানি নিরাপত্তামূলক ব্যবস্থা না রেখে ভবন ভাঙার কাজ করায় এমন দুর্ঘটনা ঘটেছে।
বুধবার (৬ আগস্ট) কাকরাইল রোডস্থ মৌবন মার্কেটের পাশে এমন ঘটনা ঘটে। আহত নারীর নাম সঞ্চিতা মণ্ডল (৫৫)। তিনি মগবাজার নয়াটোলা পাগলা মাজার গলির বাসিন্দা।
এই ঘটনায় রমনা থানায় অভিযোগ দায়ের করেছেন সঞ্চিতা মণ্ডল। থানার অভিযোগে বলা হয়, বুধবার সকাল সাড়ে ৯টায় তার কন্যা কনিকা দেবকে নিয়ে তার এইচএসসি পরীক্ষার কেন্দ্র হাবিবুল্লাহ বাহার কলেজে পৌঁছে দিয়ে বাসায় ফিরছিলেন সঞ্চিতা। তার সঙ্গে ছিলেন লক্ষী মজুমদার। তারা হেঁটে যাওয়ার সময় মৌবন নামক মার্কেটের পুরাতন ভবন ভাঙার কাজ চলমান থাকা অবস্থায় একাধিক ইটের টুকরা ওপর থেকে পড়ে। এর মধ্যে একটি টুকরা সঞ্চিতার মাথার মধ্যভাগে আঘাত করে।
‘আমার মাথা ফেঁটে রক্তাক্ত জখম হয়। সঙ্গে সঙ্গে আমি মাটিতে লুটিয়ে পড়ি এবং আমার সঙ্গী লক্ষী মজুমদারসহ অন্যান্য পথচারীদের সহায়তায় নিকটস্থ অরোরা স্পেশালাইজড হসপিটালের (কাকরাইল) জরুরি বিভাগে ভর্তি হই। কর্তব্যরত চিকিৎসরা তৎক্ষণিক আমার রক্তক্ষরণ বন্ধ করার জন্য মাথায় চারটি সেলাই দেন এবং এ জন্য আমার মাথার চুল কেটে ফেলতে হয়।’ থানায় অভিযোগ লেখেন সঞ্চিতা মণ্ডল।
থানার অভিযোগে বলা হয়, সঞ্চিতার ভাই সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মিন্টু কুমার মণ্ডল ঘটনাস্থলে গিয়ে ঘটনাস্থলের স্থির চিত্র ও ভিডিও চিত্র সংগ্রহ করেন। যেগুলোতে দেখতে পান যে, ‘Emerald Heights by Shamsuddin Real Estate’ নামীয় ডেভেলপার কোম্পানির নতুন ভবন নির্মাণের নিমিত্তে পুরাতন ভবন ভাঙার কাজ করছে।
অভিযোগে আরও বলা হয়, কোনোরূপ নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ না করে সম্পূর্ণ অনিরাপদ অবস্থায় ভবন ভাঙার কাজ চালাচ্ছে ডেভেলপার কোম্পানিটি। তা ছাড়া পথচারীদের পক্ষেও কোনোভাবেই অনুধাবন করা সম্ভব নয় যে, সেখানে অনিরাপদ অবস্থায় ভবনটি ভাঙার কাজ চলছে।
‘আরও খোঁজ নিয়ে জানতে পারি যে, মৌবন ভবনটির মালিক এবং নির্মাতা কোম্পানি সামসুদ্দিন রিয়েল এস্টেটের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুল ইসলামের অবহেলা এবং নিরাপত্তমূলক ব্যবস্থা গ্রহণ না করা এবং তদারকি না করার কারণে দুর্ঘটনাটি সংগঠিত হয়’ অভিযোগে যোগ করেন সঞ্চিতা মণ্ডল।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন