ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

মিরপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত 

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ১২:১৯ পিএম
দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল। ছবি- সংগৃহীত

রাজধানীর পল্লবী থানার মিরপুর-১২ নাম্বারে পিকআপ ভ্যানের ধাক্কায় ইমন মোল্লা (২৬) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।

নিহত ইমন মোল্লা মিরপুরের পল্লবী এলাকার মোহাম্মদ আলী মোল্লার ছেলে।

সোমবার (১১ আগস্ট) রাত পৌনে ২টার দিকে মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় ভাই সুমন মোল্লা জানান, গতরাতে ইমন মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়েছিল। পরে মিরপুর-১২ নম্বর এলাকায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তার মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় আমার ভাই। বিষয়টি আমরা জানতে পেরে গতরাতেই তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান আমার ভাই আর বেঁচে নেই। 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি পল্লবী থানা পুলিশকে অবগত করা হয়েছে।