ঢাকা সোমবার, ১১ আগস্ট, ২০২৫

এক বক্সিং ইভেন্টে দুই তরুণ বক্সারের মৃত্যু

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১১, ২০২৫, ০২:০৩ পিএম
ছবি : সংগৃহীত

জাপানের রাজধানী টোকিওর একটি বক্সিং ইভেন্টে দুটি আলাদা লড়াইয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে দুই তরুণ বক্সারের মৃত্যু হয়েছে।

গত ২ আগস্ট টোকিওর কোরাকুয়েন হলে অনুষ্ঠিত হয়েছিল বক্সিং ইভেন্টটি। এতে অংশ নিয়েছিলেন ২৮ বছর বয়সী সুপার ফেদারওয়েট বক্সার শিগেতোশি কোটারি এবং লাইটওয়েট বক্সার হিরোমাসা উরাকাওয়া। দুর্ভাগ্যজনকভাবে, দুজনের কেউই লড়াইয়ের পর বাড়ি ফিরতে পারেননি।

কোটারি তার প্রতিপক্ষ ইয়ামাটো হাটার বিরুদ্ধে ১২ রাউন্ডের একটি তীব্র লড়াই শেষে ড্র করেন। কিন্তু লড়াই শেষ হতেই তিনি রিংয়ে লুটিয়ে পড়েন এবং অচেতন হয়ে যান।

সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও এক সপ্তাহ চিকিৎসার পর ৮ আগস্ট রাতে তিনি মারা যান।

অন্যদিকে, একই ইভেন্টে লড়াই করছিলেন হিরোমাসা উরাকাওয়া। প্রতিপক্ষ যোজি সাইটোর কাছে অষ্টম রাউন্ডে তিনি পরাজিত হন। এই লড়াই চলাকালীন মাথায় গুরুতর আঘাত পান উরাকাওয়া।

তাকেও দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছিল, কিন্তু তার জীবন বাঁচানো সম্ভব হয়নি। ৯ আগস্ট রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাপান বক্সিং কমিশনের সেক্রেটারি জেনারেল সুয়োচি ইয়াসুকোচি জানিয়েছেন, সম্ভবত জাপানের ইতিহাসে এই প্রথম একই ইভেন্টে আঘাত পেয়ে দুই বক্সারের মস্তিষ্কে অস্ত্রোপচার করতে হয়েছে।

এই ঘটনায় বিশ্ব বক্সিং অর্গানাইজেশন (WBO) গভীর শোক প্রকাশ করেছে এবং নিহত বক্সারদের পরিবার ও জাপানের বক্সিং সম্প্রদায়ের প্রতি সমবেদনা জানিয়েছে।