উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় আহত আরও দুইজনকে ছাড়পত্র দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
রোববার (১০ আগস্ট) বিকালের দিকে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন।
ছাড়পত্র প্রাপ্তরা হলেন- শিক্ষার্থী নূরী জান্নাত ইউশা(১১) ও শিক্ষিকা সুমাইয়া রহমান লরিন (৩০)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের (ভারপ্রাপ্ত) পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, আজ জাতীয় বার্ন ইউনিট থেকে মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী নুরী জান্নাত ইউশা ও শিক্ষিকা সুমাইয়ার রহমান লরিনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। নুরী জান্নাত ইউশা শরীরের ১০ শতাংশ দগ্ধ হয়েছিল এবং শিক্ষিকা সুমাইয়া রহমান লরিনের ১৮ শতাংশ দগ্ধ হয়েছিল। গত ২২ জুলাই থেকে তারা আমাদের এখানে ভর্তি ছিলেন।
তিনি বলেন, এখন পর্যন্ত মোট ১৪ জন আহতরা ছাড়পত্র পেয়েছেন। তবে এখনো হাসপাতালে ভর্তি রয়েছেন ২৪ জন। যার মধ্যে একজন আইসিইউতে আছেন। এছাড়া আমাদের এখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ জন এর মৃত্যু হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, নুরী জান্নাতে ইউশ মাইলস্টোন স্কুল এন্ড কলেজের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। নোয়াখালী জেলার চাটখিল থানা এলাকায়। এদিকে শিক্ষিকা সুমাইয়ার রহমান লরিন তিনি মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিজ্ঞান বিভাগের শিক্ষিকা ছিলেন। তার বাসা উত্তরার দক্ষিন খান থানা এলাকায়।