ঢাকা রবিবার, ০৭ ডিসেম্বর, ২০২৫

রাজধানীতে ফিলিং স্টেশনে আগুন, দগ্ধ ৩ 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০২৫, ১২:১৮ পিএম
জাতীয় বার্ন ইনস্টিটিউট। ছবি- সংগৃহীত

রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকার একটি সিএনজি ফিলিং স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই ইঞ্জিনিয়ারসহ তিনজন দগ্ধ হয়েছেন। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) মধ্যরাত পৌনে ১টার দিকে ‘পিনাক্যাল ফিলিং স্টেশনে’ এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, ইঞ্জিনিয়ার মাসুদ (৬০), ইঞ্জিনিয়ার শামসুজ্জোহা (২৫) ও তেলের গাড়ির স্টাফ লুৎফর (৩০)।


 
ফিলিং স্টেশনটির টেকনিশিয়ান আবু জাফর জানান, রোববার (৭ ডিসেম্বর) মধ্যরাতে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত এবং সেই আগুনে তারা তিনজন দগ্ধ হন।
 
বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, মাসুদের শরীরের ১৫ শতাংশ, শামসুজ্জোহার ১৮ ও লুৎফরের ৭ শতাংশ পুড়ে গেছে। তাদের তিনজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।