রাজধানীর খিলগাঁওয়ে একটি বসতবাড়িতে হামলা, লুটপাট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন।
ভুক্তভোগী শাহিনুর বেগম গত ৭ আগস্ট খিলগাঁও থানায় ৭ জনকে আসামি করে অজ্ঞাতনামা ৮০-৯০ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
আসামিদের মধ্যে রয়েছেন: শ্যামল বিশ্বাস (৫৫), জিয়াউল হাসান (৫০), মো. কামাল (৫৫), মো. মকবুল (৪৫), মো. ফারুক হোসেন (৪৫), আল-আমিন (৪০) ও মো. জাকির (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (৩ আগস্ট) সকালে পূর্ব গোড়ান ৮নং সিএনজি স্ট্যান্ড এলাকায় হামলা ঘটে। অভিযুক্তরা বাধা দিতে আসা শাহিনুর বেগম, তার ছেলে মুরাদ ও বড় ভাই হান্নানের ছেলে আবুল হাসাকে মারধর করেন। পরে নগদ ২.৫ লাখ টাকা, ৪টি এসি, ৩টি ফ্রিজ, ২টি ল্যাপটপ এবং ২৫ ভরি স্বর্ণালংকার লুট করা হয়। এ ঘটনায় প্রায় ৫০ লাখ টাকার ক্ষতির অভিযোগ উঠেছে।
অভিযুক্তরা দাবি করেছেন, মামলা মিথ্যা এবং শাহিনুর বেগম নিজেই বাড়িঘর ভাঙচুরের নাটক সাজিয়েছেন। এ ঘটনায় ভিডিও ফুটেজও রয়েছে।
এ ছাড়া তারা জানিয়েছেন, ‘জমির প্রকৃত মালিক শ্যামল বিশ্বাসের বড় ভাই কান্তিময় বিশ্বাস।’
বাদী শাহিনুর বেগম জানান, ‘হামলা পূর্ব পরিকল্পিত এবং অভিযুক্তরা এখনও গ্রেপ্তার হয়নি।’
খিলগাঁও থানার ওসি মো. দাউদ হোসেন বলেন, ‘৯৯৯ কলের ভিত্তিতে পুলিশ ২০-২৫ মিনিটের মধ্যে ঘটনাস্থলে পৌঁছেছে। পরে এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন