ঢাকা সোমবার, ২৫ আগস্ট, ২০২৫

প্রেমের সম্পর্ক নিয়ে মায়ের সঙ্গে বিবাদ, প্রাণ দিল স্কুলছাত্রী

মেডিকেল প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০৭:৪১ পিএম
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর হাজারীবাগ থানার কালু নগর এলাকায় মায়ের সঙ্গে অভিমান করে লামিয়া আক্তার (১৬) নামে নবম শ্রেণির এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পরিবার।

জানা যায়, সোমবার (২৫ আগস্ট) দুপুরে নিজ কক্ষে ওই ছাত্রী গলায় ফাঁস দেয়। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তব্যরত চিকিৎসক জানান সে আর নেই।

লামিয়া স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার কমলনগর থানায়। বর্তমানে পরিবার নিয়ে হাজারীবাগের কালু নগর এলাকায় বসবাস করত। দুই ছেলের মধ্যে লামিয়া ছিলেন একমাত্র মেয়ে এবং বড় সন্তান।

লামিয়ার বাবা আবুল বাশার বলেন, ‘আমার মেয়ের এক ছেলের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। এ বিষয়ে জানতে পেরে মা তাকে বকাঝকা করে এবং পড়াশোনার প্রতি মনোযোগ দেওয়ার পরামর্শ দেয়। এতে অভিমান করে লামিয়া নিজের কক্ষে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলেও বাঁচানো সম্ভব হয়নি।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।