ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের চতুর্থ তলার নিবিড় পরিচর্যা কেন্দ্রের সামনে থেকে মোবাইল চুরি করে পালানোর সময় চোর চক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। তারা হলেন, আকাশ (১৭) ও ফাহিম (১৮) ।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেল পৌনে পাঁচটার দিকে হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা তাদের আটক করে। পরে অভিযুক্তদের ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগী নুরুন্নাহার বেগম বলেন, আমরা ঢাকার খিলগাঁও এলাকায় থাকি। আমার ভগ্নিপতি জন্ডিসের কারণে লিভারে পানি চলে আসে। পরে আমরা তাকে গত ৩ থেকে ৪ দিন আগে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক আমার ভগ্নিপতিকে ঢামেকের পুরাতন ভবনের চতুর্থ তলায় হাই ডিফেন্সিভ ইউনিটে (এইচডিইউ) ভর্তি দেন।
বিকেলের দিকে খাওয়া-দাওয়া শেষে আমি এইচডিইউর পাশে পার্টিতে বসে মোবাইল চার্জ দিচ্ছিলাম। এ সময় ঐ দুইটি ছেলে আমার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নিয়ে দৌড় দেয়। আমিও পিছু পিছু তাদেরকে ধরার জন্য চিৎকার করতে থাকি। এক পর্যায়ে জরুরি বিভাগের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা অভিযুক্ত ওই দুই মোবাইল চোরকে আমার মোবাইল সহ আটক করে।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনসার সদস্যের প্লাটুন কমান্ডার (পিসি) সেলিম জানান, সংবাদ পেয়ে আমি দ্রুত ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আসি। পরে অভিযুক্ত ওই দুই যুবককে জিজ্ঞাসাবাদে তারা মোবাইল চুরির বিষয়টি স্বীকার করলে তাদেরকে ঢাকা মেডিকেলের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এর কাছে সোপর্দ করি।
তিনি আরও জানান, ভুক্তভোগী নারীর কাছে তার মোবাইলের যথেষ্ট প্রমাণ থাকায় মোবাইলটি তাকে ফেরত দেয়া হয়েছে। বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।