ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

রাজধানীতে আজ কোথায় কোন কর্মসূচি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৮:৪১ এএম
ছবি- সংগৃহীত

রাজধানীতে প্রতিদিনের মতো আজও সড়কে বের হলেই নানা কর্মসূচির কারণে জনদুর্ভোগে পড়তে পারেন সাধারণ মানুষ। যানজট ও বিড়ম্বনা এড়াতে আগে থেকেই কোথায় কোন আয়োজন রয়েছে তা জেনে রাখা জরুরি।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দিনের শুরুতেই নজরে রাখুন প্রধান কয়েকটি কর্মসূচি:-

বিএনপির কর্মসূচি

অর্থনৈতিক সেমিনার: গুলশানের হোটেল লেকশোরে সকাল ১০টা ৩০ মিনিটে অর্থনৈতিকবিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা: জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বেলা ১১টায় মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনায় প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।

জামায়াতের কর্মসূচি

আলোচনা সভা: জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বিকেল ৩টা ৩০ মিনিটে ‌‘পিআর পদ্ধতি, জুলাই সনদের আইনগত বৈধতা ও জাতীয় নির্বাচন’ বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

বিজিবির কর্মসূচি

সীমান্ত সম্মেলনের ব্রিফিং: বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলন উপলক্ষে যৌথ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।