ঢাকা বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫

মাইলস্টোন ট্র্যাজেডি: তৌফিক নামে আরও এক শিক্ষার্থীর ছাড়পত্র

মেডিকেল প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৩:৪০ পিএম
শিক্ষার্থী তৌফিক হোসেনের সঙ্গে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসকরা। ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ তৌফিক হোসেন (১৩) নামে এক শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। সে মাইলস্টোন স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।

তিনি জানান, দুপুরের দিকে বিমান বিধ্বংসের ঘটনায় দগ্ধ তৌফিক নামে এক শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তার শরীরে ৯ শতাংশ দগ্ধ হয়েছিল। বর্তমানে আমাদের এখানে ১৮ জন ভর্তি আছে। সুস্থ অবস্থায় ১৮ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে এবং ২০ জনের মৃত্যু হয়েছে।