রাজধানীর কামরাঙ্গীরচরে নির্মাণাধীন ভবনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইব্রাহিম হোসেন (৩৬) নামের এক রাজমিস্ত্রীর মৃত্যু।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ইব্রাহিম কিশোরগঞ্জের বালিয়াকান্দি এলাকার ওয়াসি উদ্দিনের ছেলে। কামরাঙ্গীরচরের আলীনগরে ভাড়া বাসায় থাকতেন।
নিহতের শ্যালক আক্তার হোসেন জানান, আমার ভগ্নিপতি রাজমিস্ত্রির কাজ করতেন। আজ বিকেলের দিকে কামরাঙ্গীরচরের আলিনগর মাছের বাজারের পাশে একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় রাজমিস্ত্রির কাজ করছিলেন তিনি। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎ স্পর্শে অচেতন হয়ে পড়েন। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই ব্যক্তির মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।