ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

‘মঞ্চ ৭১’-এর বিরুদ্ধে আলটিমেটাম ‘মঞ্চ ২৪’-এর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০১:১৮ পিএম
‘মঞ্চ ৭১’-এর বৈঠক। ছবি- সংগৃহীত

আওয়ামী লীগকে পুনর্বাসনের নামে ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় একটি ‘দেশবিরোধী প্ল্যাটফর্ম’ হিসেবে ‘মঞ্চ ৭১’ সক্রিয় হয়েছে- এমন অভিযোগ তুলে এক সপ্তাহের মধ্যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ‘মঞ্চ ২৪’।

শুক্রবার (২৯ আগস্ট) রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটির নেতারা।

সংগঠনটি অভিযোগ করেছে, সম্প্রতি ‘মঞ্চ ৭১’-এর একটি বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান এবং মুজিববাদী স্লোগান উচ্চারিত হয়েছে, যা তারা ‘জুলাই বিপ্লব’ এবং ‘চব্বিশের বিপ্লব’-এর চেতনাকে অবমাননার শামিল বলে উল্লেখ করেছে।

মঞ্চ ২৪-এর নেতারা এটিকে একটি ‘ফ্যাসিবাদী প্ল্যাটফর্ম’ বলে আখ্যায়িত করেন এবং বলেন, এটি বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে।

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪ দাবি করে, এ ধরনের দেশবিরোধী কার্যক্রম আগেই গোয়েন্দা সংস্থার নজরে আসা উচিত ছিল। কিন্তু প্রশাসনের ‘নিষ্ক্রিয়তা ও উদাসীনতা’ তাদের কাছে ‘সম্ভাব্য অনুমোদন’ বলেই প্রতীয়মান হয়েছে।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসনের এই অবহেলা দেশকে ভয়াবহ ষড়যন্ত্রের দিকে ঠেলে দিতে পারে।

ডিআরইউ সভাপতির ক্ষমা দাবি

মঞ্চ ২৪ আরও জানায়, ‘মঞ্চ ৭১’-এর ওই বৈঠক ডাকা হয়েছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মাধ্যমে, এর বিষয়ে আগে থেকেই সতর্ক করা হয়েছিল ডিআরইউকে। কিন্তু তা সত্ত্বেও ‘মঞ্চ ৭১’-কে অনুষ্ঠান করার সুযোগ দেওয়া হয়। এ ঘটনায় ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের বক্তব্য প্রত্যাহারের পাশাপাশি আগামী ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়।

গণমাধ্যমকে হুঁশিয়ারি

সংগঠনটি অভিযোগ করে জানায়, কিছু গণমাধ্যম বিশেষ করে চ্যানেল ওয়ানসহ কয়েকটি প্রতিষ্ঠান চব্বিশের বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করতে কাজ করছে। এ অবস্থায়, নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ না প্রকাশ করলে ২০০৮ সাল থেকে এসব গণমাধ্যম ও সংশ্লিষ্ট সাংবাদিকদের ভূমিকা পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়।

মঞ্চ ২৪-এর ২ দফা আলটিমেটাম

সংবাদ সম্মেলনে সংগঠনটি দুই দফা দাবিতে এক সপ্তাহের আলটিমেটাম ঘোষণা করে-

১. আগামী সাত দিনের মধ্যে মঞ্চ ৭১-এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

২. ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাইতে হবে, অন্যথায় তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, যারা ‘জুলাইয়ের গণঅভ্যুত্থান’-বিরোধী সংবাদ প্রচার করছে, তাদের অবস্থান পরিবর্তনের জন্যও সাত দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মঞ্চ ২৪-এর আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক কর্ণেল (অব.) ফেরদৌস আজিজ, ডিউক হুদাসহ সংগঠনের অন্যান্য নেতারা।