রাজধানীর কামরাঙ্গীরচরের হারিকেন ফ্যাক্টরির একটি বাসায় প্রেমিকার সঙ্গে অভিমান করে মো. হৃদয় (১৯) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলের দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হৃদয় ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আরইবুনিয়া গ্রামের বাসিন্দা মো. স্বপন মিয়ার ছেলে।
নিহতের চাচাতো ভাই জাহিদ জানান, হৃদয় লালবাগের একটি হোটেলে কাজ করতো। কিন্তু বর্তমানে সে বেকার । গত কয়েকদিন আগে কাজের সন্ধানে সে ঢাকায় আমার বাসায় আসে। আজ দুপুরের খাবার খেতে বাসায় গিয়ে দেখি গলায় গামছা পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আছে হৃদয়। পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, যতটুকু জানি একটি মেয়ের সঙ্গে হৃদয়ের সম্পর্ক ছিল। আজ সকালে বাসা থেকে বের হওয়ার সময় ওই মেয়ের সঙ্গে মোবাইলে তার কথা কাটাকাটি হয়। এরপর দুপুরে ফিরেই দেখি এই ঘটনা ঘটিয়েছে হৃদয়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ওই যুবকের মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি কামরাঙ্গীরচর থানা পুলিশকে জানানো হয়েছে।