ঢাকা রবিবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৫

সোহাগ পরিবহনে হামলা, গ্রেপ্তার ২ 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:২৭ পিএম
রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সভাপতি বিল্লাল তালুকদার ও বাপ্পি গ্রেপ্তার করেছে র‍্যাব। ছবি- সংগৃহীত

রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলায় ঘটনায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (৬ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব।

গ্রেপ্তাররা হলেন- রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত সভাপতি বিল্লাল তালুকদার ও বাপ্পি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৩ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মালিবাগ ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারে ৩০-৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা, কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখ করে এবং ১৫-২০ জন অজ্ঞাতনামাকে আসামি করে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

এতে বলা হয়েছে, ঘটনাটির পর র‍্যাব গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্যপ্রযুক্তির সহায়তায় চিহ্নিত আসামিদের গ্রেপ্তার কার্যক্রম শুরু করে। এরই ধারাবাহিকতায় শনিবার এজাহারনামীয় ১ নম্বর আসামি বিল্লাল তালুকদার ও ৩ নম্বর আসামি বাপ্পিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের রমনা থানায় হস্তান্তরের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে পারভেজ ও জয়নাল নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন পারভেজকে এক দিনের রিমান্ড এবং জয়নাল আবেদিনকে কারাগারে পাঠানোর আদেশ দেয় আদালত।

মামলা বলা হয়েছে, সোহাগ পরিবহনের কাউন্টারের সামনে আকাশ ও রুমন নামে দুজন ধূমপান করছিলেন। সোহাগ পরিবহনের তিন কর্মচারী সরে গিয়ে ধূমপান করতে বললে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে প্রধান আসামি বিল্লালের নেতৃত্বে অন্যরা ধারালো অস্ত্র নিয়ে সোহাগ পরিবহনের মালিকের বাড়ির গ্যারেজের সামনের নিরাপত্তা প্রহরীর কক্ষের কাচ ভেঙে ফেলেন।

এ ঘটনায় রমনা থানার ১৯ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেনের জড়িত থাকার অভিযোগ উঠলে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।