ঢাকা সোমবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৫

ডেমরায় বাস-পিকআপ সংঘর্ষে প্রাণ গেল চালকের

মেডিকেল প্রতিবেদক, ঢাকা
প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২৫, ০৪:২২ পিএম
প্রতীকী ছবি

রাজধানী ডেমরায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. সাব্বির (২৬) নামে এক চালক নিহত হয়েছেন।

সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাব্বির নবাবগঞ্জের নাচোল থানার ভিকরা গ্রামের বাসিন্দা মো. আলাউদ্দিনের ছেলে। বর্তমানে ডেমরার আতিক মার্কেট এলাকায় থাকতেন।

রনি জানান, ‘নিহত সাব্বির দেড় টনের পিকআপ ভ্যানের চালক ডেমরা থানার মীরপাড়া এলাকায় পিকআপ ভ্যান নিয়ে আসার পথে রং সাইড থেকে অসীম পরিবহন বাসের সঙ্গে সংঘর্ষ হয়, এতে সাব্বির গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করে।’

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ডেমরা থানা পুলিশকে জানানো হয়েছে। এ ঘটনায় ঘাতক বাসের চালক ও বাসটি থানা পুলিশের হেফাজতে রয়েছে।’