রাজধানীর খিলগাঁওয়ে মোছা. সানজিয়া ইসলাম (৩৩) নামের এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালে নিয়ে আসা স্বামী রাজীব সরকার জানান, পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচিয়ে ফাঁস দেন। পরে দেখতে পেয়ে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, বাড়ি মাদারীপুরের সদরে, তিনি এইচ এম আমরেত হোসেনের মেয়ে। বর্তমানে খিলগাঁওয়ের মন্দির পাড়া ১৮/৩ নম্বর বাসায় স্বামীর সঙ্গে থাকতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে মর্গে রাখা হয়েছ। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন