শুক্রবার, ০৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৩:২৩ এএম

রাজধানীতে ভুয়া এনএসআইয়ের ডিডি গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫, ০৩:২৩ এএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর ভুয়া ডেপুটি ডাইরেক্টর (ডিডি) পরিচয়ে প্রতারণার অভিযোগে মো. জাহিদ (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (২ অক্টোবর) দিবাগত রাতে রাজধানীর মোহাম্মদপুরের রায়েরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে খেলনা পিস্তল, ওয়াকিটকি সদৃশ ডিভাইস, নকল আইডি কার্ড ও অন্যান্য সরঞ্জাম জব্দ করা হয়।

তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে একটি ফোন আসে। অভিযোগে বলা হয়, রায়েরবাজার এলাকায় একজন সরকারি কর্মকর্তার সঙ্গে সাধারণ মানুষের ঝামেলার সৃষ্টি হয়েছে। অভিযোগের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশের একটি টহল দল।

পুলিশ জানতে পারে, ফুটপাতে দোকান বসানো নিয়ে দোকানদারকে উঠে যেতে বলেন আটক জাহিদ। এ সময় তিনি নিজেকে এনএসআই কর্মকর্তা হিসেবে পরিচয় দেন।

এই নিয়ে দোকানদারের সঙ্গে তার বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশ দু'জনকেই থানায় নিয়ে আসে।

থানায় এসে মো. জাহিদ নিজেকে এনএসআই-এর ডিডি পরিচয় দিয়ে উল্টো দোকানদারের বিরুদ্ধে মামলা করার জন্য জোর দেন। তার অস্বাভাবিক আচরণে সন্দেহ জাগলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়।

এসি মো. আব্দুল্লাহ আল মামুন জানান, সন্দেহজনক আচরণের কারণে জাহিদকে বিস্তারিত জিজ্ঞাসাবাদ করা হয়। তখন তিনি নিজেকে এনএসআই-এর বিশেষ টাস্ক ফোর্সের সদস্য দাবি করেন এবং বলেন, তিনি মানবপাচারসহ নানা গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করেন ও দেশের ১৮টি গোয়েন্দা সংস্থার সঙ্গে কাজ করেন।

তার কথাবার্তা ও আচরণ অসংলগ্ন মনে হওয়ায় পুলিশ তার পরিচয় যাচাই করে। অধিকতর জিজ্ঞাসাবাদ এবং জব্দকৃত আইডি কার্ডগুলো যাচাইয়ের পর নিশ্চিত হওয়া যায়, তিনি প্রকৃতপক্ষে কোনো সরকারি সংস্থার সদস্য নন এবং সম্পূর্ণ ভুয়া পরিচয় ব্যবহার করছিলেন।

এসময় তার কাছ থেকে একটি খেলনা পিস্তল, দেখতে আসল ওয়াকিটকির মতো একটি ডিভাইস, একটি স্টিলের রড, কাস্টমসের অতিরিক্ত পরিচালক (এডি) পদমর্যাদার ভুয়া আইডি কার্ড, বিমানবন্দরে প্রবেশের ভুয়া কার্ড, মোবাইল ফোন এবং বিভিন্ন দপ্তরের একাধিক ভুয়া আইডি কার্ড উদ্ধার করা হয়।

এই ঘটনায় মো. জাহিদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

রূপালী বাংলাদেশ

Link copied!