রাজধানীর ডেমরা থানার মাতুয়াইল আর কে মিশন রোডের একটি বাসায় মো. আফসার হোসেন সাকিব (২৬) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (১১ অক্টোবর) বিকেল সকাল সোয়া ৪টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতকে হাসপাতালে নিয়ে আসা পারভেজ হোসেন বাবু জানান, সাকিব একটি সিগারেট কোম্পানিতে চাকরি করে। আজ পারিবারিক কলহের জেরে বারান্দার জানালার গ্রিলের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে। পরে স্বজনেরা দেখতে পেয়ে থানায় জানালে পুলিশের সহযোগিতায় তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সাকিবের নিজ বাসা ওয়ারীর আর কে মিশন রোডের ৪/৩ নম্বর, তিনি বাশার সাজু আলমের সন্তান। বর্তমানে
ডেমরার মাতুয়াইল মুসলিম নগর ৩ নম্বর গলি আজাদ ভিলায় পরিবার নিয়ে থাকতনে। নিহত এক সন্তানের জনক ছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।