ঢাকা বুধবার, ১২ নভেম্বর, ২০২৫

মিরপুরে যাত্রীবেশে বাসে উঠে আগুন দেন তিন ব্যক্তি 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ০৪:৩৮ পিএম
মিরপুরের শাহ আলী থানা এলাকায় শতাব্দী পরিবহনের একটি বাসে আগুন দেওয়া ঘটনা ঘটে। ছবি- সংগৃহীত

রাজধানীর মিরপুরে যাত্রীবেশে একটি বাসে উঠে আগুন দিয়েছেন তিন ব্যক্তি। দ্রুত আগুন নেভানো গেলেও এতে বাসটির সামনের অংশ পুড়ে গেছে। 

শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম আযম জানিয়েছেন, বুধবার (১২ নভেম্বর) দুপুর আনুমানিক ১টার দিকে শতাব্দী পরিবহনের একটি বাস মিরপুর-২ নম্বর সেকশন থেকে নিউমার্কেটের দিকে যাচ্ছিল। সনি সিনেমা হল পেরিয়ে রূপায়ণ টাওয়ারের সামনে পৌঁছালে বাসে থাকা তিনজন যাত্রী হঠাৎ আগুন ধরিয়ে পালিয়ে যান।

তিনি বলেন, ‘বাসটি থামার সঙ্গে সঙ্গেই চালক ও স্থানীয় লোকজন মিলে আগুন নিয়ন্ত্রণে আনে। ফলে বড় কোনো দুর্ঘটনা ঘটেনি। তবে বাসের সামনের অংশের কয়েকটি আসন পুড়ে গেছে।’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ (মিরপুর জোন) থেকে জানা যায়, দুপুর ১টা ০৩ মিনিটে রূপায়ণ টাওয়ারের সামনে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের চেষ্টা করছে।

স্থানীয়রা জানিয়েছেন, আগুন লাগার সঙ্গে সঙ্গেই বাসের যাত্রীরা আতঙ্কে ছুটোছুটি শুরু করেন। কয়েক মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে, ফলে কেউ আহত হননি।

এর আগে সকালে রাজধানীর উত্তরার জসীম উদ্দীন রোডে একটি হায়েস মাইক্রোবাসে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাইক্রোবাসটির ইঞ্জিন ওভারহিট হয়ে আগুনের সূত্রপাত হয়। এ ঘটনায় কেউ আহত হননি।’

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাসলিমা আক্তারও বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘উত্তরার ঘটনায় কোনো ধরনের নাশকতার বিষয় পাওয়া যায়নি। এটি নিছক যান্ত্রিক ত্রুটিজনিত অগ্নিকাণ্ড।’

তিনি আরও বলেন, গাড়িটি চলন্ত অবস্থায় হঠাৎ ইঞ্জিনে ধোঁয়া দেখা দিলে চালক দ্রুত সড়কের পাশে গাড়ি থামিয়ে নিরাপদ স্থানে সরে যান। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।