মঙ্গলবার, ০৯ ডিসেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ১২:১২ পিএম

ঢাকা কলেজ ও আইডিয়ালের শিক্ষার্থীদের সংঘর্ষ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ১২:১২ পিএম

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ। ছবি- সংগৃহীত

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ। ছবি- সংগৃহীত

রাজধানীর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে শান্তিচুক্তি হওয়ার এক মাসও না যেতেই আইডিয়াল কলেজের শিক্ষার্থীর হামলায় ঢাকা কলেজের দুটি বাস ভাঙচুরের শিকার হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিকের একদল শিক্ষার্থী ঢাকার সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। 

এ সময় ঢাকা কলেজের ‘বিজয়-৭১’ ও ‘শঙ্খনীল’ নামের দুটি বাস ভাঙচুর করা হয়। হামলার সময় শিক্ষার্থী ও শঙ্খনীল বাসের চালক ইমন আহত হন।

আহত বাসচালক ইমন বলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা লাঠি, সোটা ও ইট দিয়ে গাড়ির উপর আক্রমণ চালিয়েছে। গাড়ি তখন চলছিল। গাড়ির কাঁচ ভেঙে মাথায় আঘাত পেয়েছি। বর্তমানে আমি ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন। ঢাকাচালিত এই হামলায় অনেক ঢাকা কলেজের শিক্ষার্থীও আহত হয়েছে।

ঢাকা কলেজের শিক্ষার্থী মেহরাব জানান, কোনও কারণ ছাড়াই আমাদের দুটি বাসের ওপর হামলা চালানো হয়েছে। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা আমাদের দুটি বাস ভাঙেছে। বর্তমানে বাসগুলো থানায় রাখা হয়েছে। কলেজ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজন হলে একটি বা দুটি মামলা করা হবে। আহত শিক্ষার্থীদের চিকিৎসার ব্যবস্থা করা হবে। এই মাসে আর বাস ছাত্রদের জন্য যাবে না। আমরা চাই না শিক্ষার্থীরা আহত হোক।

এর আগে চলতি বছরের ৯ নভেম্বর দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর পুলিশ ও কলেজ প্রশাসনের উপস্থিতিতে একটি মৌখিক শান্তিচুক্তি হয়েছিল। সেখানে উভয় কলেজের শিক্ষার্থীরা ফুল ও মিষ্টি বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বের প্রতীকী অঙ্গীকার করেন এবং ভবিষ্যতে আর কোনো সংঘর্ষে না জড়ানোর প্রতিশ্রুতি দেন। কিন্তু এক মাসও না যেতেই আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা চুক্তি ভঙ্গ করে আবারও সহিংসতায় জড়িয়ে পড়েছে।

Link copied!