পিরোজপুর জেলার বিভিন্ন স্থান থেকে চুরি যাওয়া ৩৫টি মোবাইল, ভুল নম্বারে চলে যাওয়া বিকাশের টাকা, হ্যাকড হওয়া ১টি ফেইসবুক একাউন্ট ১টি মটরসাইকেল উদ্ধার করে মালিকদের হাতে তুলে দিয়েছে পিরোজপুর জেলা পুলিশ।
রোববার (২৩ মার্চ) সকাল বেলা ১১টায় এসব মোবাইল ও ভুল নম্বারে চলে যাওয়া বিকাশের ৪৫০০ টাকা, হ্যাকড হওয়া ১টি ফেইসবুক একাউন্ট এবং একটি হারানো মোটরসাইকেল মালিকদের কাছে হস্তান্তর করেন পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন্স) মো. মুকিত হাসান খাঁনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের বলেন, পুলিশের আইসিটি এন্ড মিডিয়া শাখার এরকম উদ্ধারজনিত কার্যক্রম করে থাকে। জেলা পুলিশ ইতিপূর্বেও এরকম উদ্ধারজনিত কাজ করে সবসময় জনগণের পাশে থেকেছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন