ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের এক কর্মচারীকে ৫০ হাজার টাকা ঘুসসহ গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। মঙ্গলবার (১৪ জানুয়ারি) জেলার সমন্বিত বিশেষ টিমের সহকারী পরিচালক মো. আজমির শরিফ মারজীর নেতৃত্বে এক অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতের নাম ফারুক আহমেদ। তিনি ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক হিসেবে কর্মরত ছিলেন। অভিযানের সার্বিক কার্যক্রমের তদারকি করেন দুদক ঠাকুরগাঁও অফিসের উপপরিচালক জনাব তাহাসিন মুনাবীল হক।
জানা গেছে, গত ২০ নভেম্বর মিরানা মাহজাবিন সরকার নামে এক নারী পাসপোর্ট নবায়নের জন্য ঠাকুরগাঁও আঞ্চলিক পাসপোর্ট অফিসে আবেদন করেন। তারপর নির্ধারিত গত ২৯ নভেম্বরে পাসপোর্ট সংগ্রহ করতে গেলে ঠাকুরগাঁও পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদ অভিযোগকারীর কাছে পাসপোর্ট নবায়ন করতে অতিরিক্ত ৫০ হাজার টাকা দাবি করেন।
এই বিষয়টি নিয়ে মিরানা মাহজাবিন সরকার অফিসের সহকারী পরিচালকের সাথে যোগাযোগ করেন। সহকারী পরিচালক তাকে ফারুক আহমেদের সাথে যোগাযোগ করে বিষয়টি সমাধান করার পরামর্শ দেন। পরবর্তীতে মিরানা মাহজাবিন সরকারের মোবাইল ফোনে ফারুক আহমেদের সাথে কথোপকথনের একটি অডিও রেকর্ড সংগৃহীত হয়। যেখানে ঘুস চাওয়ার বিষয়টি স্পষ্টভাবে ওঠে আসে।
এ পরিপ্রেক্ষিতে, দুদক একটি ফাঁদ মামলা পরিচালনার জন্য কমিশন অনুমোদন করেন। এরপর জেলার পাসপোর্ট অফিসের সহকারী হিসাবরক্ষক ফারুক আহমেদকে ৫০ হাজার টাকা ঘুসসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
 

 
                            -20250114082148.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
       -20251031183405.webp) 
        
        
        
       -20250905162745-(2)-20250919184044-20250926173705-20251010164039-20251011171436-(1)-20251017163112-(1)-20251031181224.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন