বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৯:২৭ পিএম

দুদকের ‘কনসালট্যান্ট’ পরিচয়ে চাঁদা দাবির অভিযোগ মাহদীর বিরুদ্ধে

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৩, ২০২৫, ০৯:২৭ পিএম

নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দেওয়া শেখ আবু মাহদী।  ছবি- রূপালী বাংলাদেশ

নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দেওয়া শেখ আবু মাহদী। ছবি- রূপালী বাংলাদেশ

কখনো পরিচয় দেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) ‘কনসালট্যান্ট’ এবং দুদকের জ্যাকেট পরা কয়েক ব্যক্তিকে নিয়ে তিনি দফায় দফায় অভিযানে পরিচালনা করেন। যদিও এর সঙ্গে দুদকের সংশ্লিষ্টতা নেই।

দুদক কর্মকর্তা পরিচয় দিয়ে শেখ আবু মাহদী নামে এক ব্যক্তির বিরুদ্ধে চাঁদাবাজি ও বিভিন্ন জনকে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি তার বিরুদ্ধে আদালতে মামলা ও মোহাম্মদপুর থানায় জিডি করা হয়েছে।

প্রাপ্ত অভিযোগের তথ্যমতে, সম্প্রতি আদালতে মামলা করেছেন শাহরিয়ার আহমেদ চৌধুরী নামে এক ব্যক্তি। মামলায় তিনি মাহদীর বিরুদ্ধে ২ কোটি টাকা চাঁদাবাজি, হয়রানি ও সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ এনেছেন।

মামলার এজাহারে শাহরিয়ার আহমেদ উল্লেখ করেন, ‘গত বছরের ১৪ আগস্ট জনৈক গিয়াস উদ্দিন সাংবাদিক পরিচয় দিয়ে একটি প্রতিবেদন তৈরির জন্য তার কাছে তথ্য চান। গিয়াস বাদীকে জাতীয় প্রেস ক্লাবের সামনে মেট্রো লাউঞ্জ রেস্টুরেন্টে ডাকেন। সেখানে যাওয়ার পর গিয়াসের সঙ্গে অজ্ঞাত তিনজন ব্যক্তি আসেন, যারা নিজেদের গোয়েন্দা সংস্থার সদস্য পরিচয় দেন। ওই ব্যক্তিরা বাদীকে ভয়ভীতি দেখিয়ে গুম করার হুমকি দেন।

বাদীকে বাঁচতে হলে আবু মাহদীকে ২ কোটি টাকা দিতে হবে বলে জানান। অন্যথায় দুদকসহ বিভিন্ন স্থানে মামলা, নানাভাবে হয়রানি এবং গুম ও অপহরণ করাসহ বিভিন্ন হুমকি দেন। বাদী ভীতসন্ত্রস্ত অবস্থায় ‘২ কোটি টাকা দেবেন’ বলে প্রাণে বেঁচে ফেরেন।

এদিকে পরদিন আসামি গিয়াস ধানমন্ডির জেমকন টাওয়ারে অবস্থিত একটি কফি শপে যেতে বলেন। সেখানে আসামিদের পক্ষে ২০ লাখ টাকা নগদে নেন। বাকি টাকা আস্তে আস্তে দেবেন বলে জানান।

ওই ঘটনার দুদিন পর বাদী শাহরিয়ারের কাছ থেকে ১ কোটি ৮০ লাখ টাকার চেক দাবি করেন। ওইদিন সন্ধ্যায় নানান ধরনের ভয়ভীতি দেখিয়ে জনতা ব্যাংক ফার্মগেট করপোরেট শাখার চারটি চেকের মাধ্যমে ১ কোটি ৮০ লাখ টাকা লিখে নেন।

গিয়াস, মাহদী ও আমান নামে তিন ব্যক্তি চেক নেওয়ার পর সেটা নগদায়ন করার জন্য নানাভাবে চাপ দিতে থাকেন। বাদী পরবর্তী সময়ে আদালতে মামলা করেন। এ ছাড়াও শাহরিয়ার চৌধুরী জোরপূর্বক চেক নেওয়ার অভিযোগে মোহাম্মদপুর থানায় একটি জিডি করেছেন।

অন্যদিকে মাহদী ও তার সহযোগীদের বিরুদ্ধে জুলস পাওয়ার লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের মালিককে ভয়ভীতি প্রদর্শন ও ৩ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে।

ওই প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলেন, ‘জুলস পাওয়ার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের আওতায় সৌরবিদ্যুৎ প্লান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনে কাজ করে। গত ৩ মার্চ শেখ আবু মাহদী মোবাইল ফোনে তাদের টেকনাফ অফিসের ল্যান্ড কো-অর্ডিনেটর হেলালকে ফোন করে হুমকি দেন এবং হাত-পা ভেঙে পঙ্গু করে দেওয়ার কথা বলেন। এর আগে গত ২২ ডিসেম্বর একই প্রতিষ্ঠানের কর্মকর্তা নাহিদুজ্জামানকে ফোন করে তার চাহিদা মাফিক টাকা দাবি করেন। টাকা না দিলে দুদকে মামলা দেওয়া, পুলিশ দিয়ে হয়রানি করা ও কোম্পানি চেয়ারম্যান মাহবুব আলমকে হত্যার হুমকি দেন।’

জুলস পাওয়ারের কর্মকর্তারা আরও বলেন, মাহদী তাদের কাছে ৩ কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন।

এসব ছাড়াও মাহদী বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তির কাছ থেকে তথ্য চেয়ে হোয়াটসঅ্যাপ ও মোবাইলে খুদেবার্তা দিয়েছেন। এসব খুদেবার্তায় তিনি উল্লেখ করতেন, ‘আমি ১৬ বছর ধরে বিদ্যুৎ খাতের অপরাধ ও দুর্নীতি নিয়ে কাজ করি। আমাকে আমার প্রয়োজনীয় তথ্য দিয়ে সহযোগিতা করবেন। মাই কন্টাক্ট মেজ. মাহদী (অব.)।’ এভাবে বিদ্যুৎ খাত সংশ্লিষ্ট ব্যক্তিকে খুদেবার্তা পাঠিয়ে তথ্য চান মাহদী। পরে ওইসব ব্যক্তির কাছে চাঁদা চাওয়ারও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এমন কর্মকাণ্ড সম্পর্কে জানতে পেরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের একাধিক কর্মকর্তা বলেন, ‘মেজর মাহদী পরিচয় দেওয়া এক ব্যক্তি বিভিন্ন সময়ে বিদ্যুৎ ভবনে যান। তিনি নিজেকে দুদকের ‘কনসালট্যান্ট’ পরিচয় দিয়ে বিভিন্ন তথ্য ও অর্থ দাবি করেন। এ ছাড়া দুদকের জ্যাকেট পরা কয়েক ব্যক্তির সঙ্গে তিনি কয়েক দফায় অভিযানে আসেন। ওই ব্যক্তিরা প্রকৃত পক্ষেই দুদকের লোক কি না, সেটা নিশ্চিত হতে পারেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।

দুদকের একজন পরিচালক বলেন, ‘দুদকে কনসালট্যান্ট নামে কোনো পদ নেই। দুদক এভাবে কাউকে নিয়োগ দেয় না। যদি কেউ দুদকে নিয়োগ পান, তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তার নিয়োগপত্র দিতে হবে; কিন্তু দুদক বা জনপ্রশাসন মন্ত্রণালয় এ ধরনের পদে কাউকে নিয়োগ দেয়নি।’

অভিযোগের বিষয়ে শেখ আবু মাহদী বলেন, ‘আমি মাস দুয়েক ধরে দুদকের সঙ্গে কাজ করি। দুদকের কর্মকর্তাদের সঙ্গে বেশ কয়েকটি অভিযানে গিয়েছি। তাদের জন্য তথ্য সংগ্রহ করেছি।’

আপনি দুদকের ‘কনসালট্যান্ট’ পরিচয় দেন কেন, আপনাকে কি দুদক কনসালট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে?- এ প্রশ্নের জবাবে মাহাদী বলেন, ‘দুদককে বিষয়টি জিজ্ঞাসা করেন। তারাই তাদেরটা বলুক। আমার কাছ থেকে জানতে চাইলে আপনি দুদকে আসেন। তাদের সামনে বসেই আপর প্রশ্নের জবাব দেব।’

Link copied!