আগামী ২৪ মে ২০২৫ আলবেনিয়ার তিরানায় বলকান অঞ্চলে প্রথমবারের মতো ইউরো বলকান ব্যবসায়িক শীর্ষ সম্মেলন আয়োজন করছে বলকান বিসিসিআই।
ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে অংশ নিতে এরই মধ্যে বিভিন্ন শহর ও দেশের ব্যবসায়ী, কূটনীতিক, মন্ত্রী ও মেয়ররা তাদের অংশগ্রহণ নিশ্চিত করেছেন।
এই সম্মেলনের মূল লক্ষ্য হলো বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার ১২টি বলকান দেশের মধ্যে নেটওয়ার্কিং ও ব্যবসায়িক উন্নয়ন। অনুষ্ঠানটি দেশের মধ্যে একটি সেতুবন্ধন তৈরি করবে।
বলকান বিসিসিআইয়ের সভাপতি মো. শওকত-ই-খোদা (প্রিন্স) বলকানের বৃহৎ নির্মাতাদের কাছ থেকে কিছু এফডিআই পেতেও চেষ্টা করছেন।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন