কোরবানির পশুর চামড়ার ন্যায্যমূল্য নিয়ে আবারও তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সরকার যেখানে চামড়ার দাম নির্ধারণ করে দিয়েছে, সেখানে মাঠপর্যায়ে সেই দামের ধারেকাছেও মিলছে না বলে অভিযোগ করেছেন মৌসুমি চামড়া ব্যবসায়ীরা।
দিনাজপুরের হিলিতে দেখা গেছে, সরকার নির্ধারিত ১২০০ টাকার চামড়া বাজারে বিক্রি হচ্ছে মাত্র ৪০০ টাকায়, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিক্রেতারা।
শনিবার (৭ জুন) দুপুর থেকেই হিলির মুন্সিপাড়ার চামড়া পট্টিতে মৌসুমি ব্যবসায়ীরা তাদের সংগৃহীত চামড়া নিয়ে আসতে শুরু করেন। কিন্তু বাজারে এসে তারা দেখতে পান, গ্রামে যে দামে চামড়া কিনেছেন, বিক্রি করতে গেলে তার চেয়ে অনেক কম দাম বলা হচ্ছে।
মৌসুমি ব্যবসায়ীরা জানান, গ্রামে তারা প্রতিটি গরুর চামড়া ৪০০ থেকে ৬০০ টাকা দরে কিনেছেন। অথচ হিলিতে এসে তার দাম চাওয়া হচ্ছে ৩০০ থেকে ৫০০ টাকা।
এমনকি কিছু চামড়ার দাম ১০০ টাকাও বলা হচ্ছে না। এতে তাদের লাভ তো দূরের কথা, বিনিয়োগ করা মূলধন ফেরত পাওয়া নিয়েও সংশয় দেখা দিয়েছে।
চামড়া বিক্রি করতে আসা এক ব্যবসায়ী বলেন, ‘গ্রাম থেকে একটি চামড়া ২০০ টাকা দিয়ে কিনে এনেছি। এখন বিক্রি করতে এসে কেউ ১০০ টাকাও দাম বলছে না। লাভ তো দূরের কথা, আমার নিজের টাকাই উঠবে কিনা সন্দেহ।’
অন্য কয়েকজন ব্যবসায়ীও একই অভিযোগ করেন। তারা জানান, প্রতি ঈদের সময়ই তারা গ্রাম থেকে চামড়া সংগ্রহ করেন। এবার গড়ে ৬০০ টাকা করে কিনেছেন।
কিন্তু হিলিতে এসে চামড়ার মান খারাপ বলে কেউ কেউ মাত্র ১০০ টাকা দাম দিচ্ছেন, যা তাদের জন্য বড় লোকসানের কারণ হচ্ছে।
অন্যদিকে, হিলির চামড়াপট্টির ক্রেতারা জানান, তারাও চামড়া কিনতে ভয় পাচ্ছেন। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন যে, নগদ টাকায় চামড়া নেওয়ার মতো পাইকার পাওয়া যাচ্ছে না।
এবং বাজারে চামড়ার দামও অনেক কম। কোথায় সমস্যা হচ্ছে, তা তারা বুঝে উঠতে পারছেন না।
ব্যবসায়ীদের অভিযোগ, সরকার প্রতিটি চামড়ার জন্য ১০০০ থেকে ১২০০ টাকা দর নির্ধারণ করলেন, কিন্তু বাজারে এস দেখি ৪০০ টাকা। তারা আরও বলেন, বাজারের ব্যবসায়ীরা চামড়া নিতেও রাজি হচ্ছেন না।
তবে চামড়া ক্রেতারা দাবি করছেন, গতবারের চেয়ে এবার তারা বাড়তি দামে চামড়া কিনছেন। তাদেরও চামড়া বিক্রি নিয়ে দুশ্চিন্তায় পড়তে হচ্ছে বলে জানান তারা।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন