দেশের শীর্ষস্থানীয় জ্বালানি ও লুব্রিকেন্ট কোম্পানি এমজেএল বাংলাদেশ পিএলসি গুলশানে মবিল হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে তাদের ২০২৪ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছে।
প্রতিবেদনে গ্রিনহাউজ গ্যাস (GHG) নিঃসরণ হ্রাস, কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশগত, সামাজিক ও সুশাসন (ESG) নীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরা হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমজেএল বাংলাদেশ পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী, পরিচালক তানজিল চৌধুরী, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মুকুল হোসেন এবং অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ।
এর আগে কোম্পানিটি ব্লুমবার্গ ইএসজি রেটিংয়ে বাংলাদেশের শীর্ষ ১১ কোম্পানির মধ্যে স্থান অর্জন করে, যা পরিবেশ, সমাজ ও সুশাসনে তাদের অবিচল প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।
ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী বলেন, ‘আমাদের ২০২৪ সালের টেকসই উন্নয়ন প্রতিবেদন কেবল একটি নথি নয়, বরং এটি দায়িত্বশীলতা ও অংশীজনদের প্রতি আমাদের প্রতিশ্রুতির প্রতিফলন। ব্লুমবার্গ ইএসজি রেটিংয়ে ইতিবাচক অবস্থান আমাদের স্বচ্ছতা, নৈতিক অনুশীলন এবং বৈশ্বিক মানদণ্ডে অটল থাকার প্রমাণ। আমরা একটি টেকসই পরিবেশ, স্বাস্থ্যঝুঁকির সক্রিয় ব্যবস্থাপনা এবং নারী নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’
প্রতিবেদনটির মূল উদ্যোগগুলো উপস্থাপন করেন সিনিয়র জিএম মো. শাহিন আলম। এর মধ্যে রয়েছে:
পরিবেশগত দায়িত্বশীলতা— গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস ও সম্পদের দক্ষ ব্যবহার।
সামাজিক দায়বদ্ধতা— স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ, নারীদের নিরাপত্তা ও ক্ষমতায়ন।
কর্পোরেট সুশাসন— স্বচ্ছতা ও নৈতিক অনুশীলনের সর্বোচ্চ মান বজায় রাখা।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন