বাংলাদেশে চীনের বিনিয়োগ ৩০০ শতাংশ বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন। তিনি বলেন, যৌথ অভিজ্ঞতা ও সহযোগিতা কাজে লাগিয়ে বাংলাদেশ আরও এগিয়ে যেতে পারবে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত ‘বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন’-এ গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এই তথ্য জানান।
উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, ‘আমাদের দুর্বলতা চিহ্নিত করতে হবে। অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আমরা এগিয়ে যেতে পারি। উৎপাদন ও প্যাকেজিংয়ে চীনের দক্ষতা কাজে লাগালে বাংলাদেশ অনেক ক্ষেত্রে অগ্রসর হতে পারবে। তৈরি পোশাক খাতে আমরা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক হলেও সামগ্রিকভাবে এখনো পিছিয়ে।’
সড়ক অবকাঠামো ও পরিবহন সক্ষমতা বাড়াতে চীনের সহযোগিতা কামনা করেছেন তিনি। তিনি বলেন, প্রতি বছর সড়ক দুর্ঘটনায় যে পরিমাণ মানুষ মারা যায়, তা ভয়াবহ। এ জন্য অবকাঠামো উন্নয়ন ও পরিবহন ব্যবস্থার আধুনিকীকরণ জরুরি।
উল্লেখযোগ্যভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকল ট্যারিফ ইস্যুতে আলোচনা করতে আগামী রোববার ঢাকায় আসবে যুক্তরাষ্ট্র সরকারের প্রতিনিধি দল। শেখ বশির উদ্দিন জানান, ট্যারিফের কাঠামোগত রূপ কীভাবে দেওয়া যায় তা নিয়ে আলোচনা হবে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন