জহির স্টীল অ্যান্ড রি-রোলিং মিলস লিমিটেড (জেডএসআরএম)–এর উদ্যোগে সাতক্ষীরা অঞ্চলের ঠিকাদার, ডিলার ও নির্মাণশিল্পীদের অংশগ্রহণে ‘মতবিনিময় সভা-২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।
গত রোববার (২৭ সেপ্টেম্বর) এই সভা অনুষ্ঠিত হয়ে।
অনুষ্ঠানে সাতক্ষীরাসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে আসা দুই শতাধিক পেশাজীবী—ঠিকাদার, ডিলার ও নির্মাণশিল্পীরা অংশগ্রহণ করেন।
সভায় জেডএসআরএম রি-বার সম্পর্কে উপস্থিতদের সম্যক ধারণা দেওয়া হয়। নির্মাণ শিল্পে ব্যবহৃত রি-বারের গুণগত মান, যুগোপযোগী প্রযুক্তির ব্যবহার, দেশীয় ও আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড বজায় রেখে উৎপাদন প্রক্রিয়া ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা করা হয়।
উপস্থিত নির্মাণ পেশাজীবীরা জেডএসআরএম রি-বারের মান, প্রযুক্তিগত উৎকর্ষ এবং টেকসই নির্মাণে এর গুরুত্বের বিষয়ে ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেডএসআরএম-এর ডিরেক্টর জনাব মো. সোহরাওয়ার্দী। এ ছাড়াও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের চিফ অপারেটিং অফিসার (সিওও) জনাব মো. হুমায়ুন কবির, জিএম (ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন) মো. রিয়াদ হোসেন এবং জিএম (সেলস অ্যান্ড মার্কেটিং) সৈয়দ এ. ফয়েজ।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের মতবিনিময় সভার আয়োজন করা হবে, যাতে নির্মাণশিল্পের সঙ্গে জড়িতদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পায় এবং গুণগত নির্মাণে জেডএসআরএম-এর ভূমিকা আরও জোরদার হয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন