ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই, ২০২৫

গ্রাজুয়েট শিক্ষকদের এমপিওভুক্ত নিয়ে যা জানাল মাউশি

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৩, ২০২৫, ১২:২৩ পিএম
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। ছবি- সংগৃহীত

স্কুল-কলেজের শিক্ষকদের করা হলেও অনার্স ও মাস্টার্স শিক্ষকদের এমপিওভুক্তি করা হয় না। তবে তাদের এমপিওভুক্ত করার উদ্যোগ নিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়।

 

এ নিয়ে বুধবার (২ জুলাই) সচিবালয়ে আলোচনা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল ও কলেজ) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২১’ শীর্ষক পর্যালোচনা সভায় ওই আলোচনা হয়।

এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক অধ্যাপক ড. মুহাম্মদ আজাদ খান জানিয়েছেন, ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে।

মাউশি মহাপরিচালক বলেন, ‘অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব উপস্থিত ছিলেন এবং আলোচনার মধ্যে থেকে বোঝা গেছে, এ-সংক্রান্ত প্রস্তাবনায় অনেকেই ইতিবাচক। মনে হয়েছে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ পাওয়া সম্ভব।’

তিনি আরও বলেন, ‘তবে কিছু শর্ত থাকবে। এমপিওভুক্তির পাশাপাশি কী ধরনের সুবিধা তারা পাবে কী পাবে না সে বিষয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।’

বর্তমানে সারা দেশে অনার্স ও মাস্টার্স কোর্স চালু থাকা ৪৯৫টি বেসরকারি কলেজে প্রায় ৩,৫০০ জন শিক্ষক কর্মরত রয়েছেন। এমপিওভুক্তির সিদ্ধান্ত হলে এই সংখ্যা আরও বাড়তে পারে।