ঢাকা বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫

জাকসু নির্বাচন ঘিরে নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের চিঠি

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ১২:১৫ এএম
জাকসু ভবন। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন সামনে রেখে নিরাপত্তা জোরদার ও নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সেনা মোতায়েন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সেনাবাহিনী প্রধানকে চিঠি পাঠিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (২০ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম।

তিনি জানান,  ‘নির্বাচন কমিশনের সুপারিশের ভিত্তিতে তিন দিনের জন্য (১০, ১১ ও ১২ সেপ্টেম্বর) সেনা মোতায়েনের আবেদন জানানো হয়েছে।’

প্রক্টর বলেন, ‘জাকসু নির্বাচনের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ইতোমধ্যে বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করেছে। সেনা মোতায়েন ছাড়াও পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) চিঠি পাঠানো হয়েছে প্রয়োজনীয় সহায়তার জন্য। এছাড়া, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার বিভিন্ন শাখার সঙ্গেও আলোচনা হয়েছে এবং তারা সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করবে।’

প্রসঙ্গত, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন উপলক্ষে ক্যাম্পাসে এখন থেকেই উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।