ঢাকা বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

এনটিআরসিএর বিশাল নিয়োগেও ফাঁকা ৪৩ হাজার পদ

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৭, ২০২৫, ১২:৪৯ পিএম
ছবি -সংগৃহীত

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক সংকট দীর্ঘদিনের। সেই সংকট নিরসনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ষষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এক লাখ ৮২২টি শূন্য পদে নিয়োগের উদ্যোগ নেয়। তবে আশানুরূপ সাড়া মেলেনি। 

সর্বশেষ তথ্য অনুযায়ী, সফলভাবে আবেদন জমা পড়েছে মাত্র ৫৭ হাজার ৮৪০টি। ফলে বিশাল এই নিয়োগ কার্যক্রমেও প্রায় ৪৩ হাজার পদ শূন্যই থেকে যাচ্ছে।

এনটিআরসিএ বলছে, যাচাই-বাছাই শেষে দ্রুতই সুপারিশপ্রাপ্তদের তালিকা প্রকাশ করা হবে। এবারের প্রক্রিয়ায় আবেদনকারীদের কাছ থেকে পুলিশ ভেরিফিকেশন ফরম নেওয়ার ফলে নিয়োগ কার্যক্রম আরও দ্রুত শেষ করা যাবে বলে মনে করছেন কর্মকর্তারা।

এনটিআরসিএ’র সচিব এ এম এম রিজওয়ানুল হক জানান, খুব অল্প সময়ের মধ্যে এবার নিয়োগ সুপারিশ করা হবে। এবার আবেদনের সঙ্গে পুলিশ ভেরিফিকেশন ফরম পূরণ করেছেন প্রার্থীরা। এজন্য সুপারিশের জন্য সবকিছু প্রস্তুত করতে বেশি সময় লাগবে না।

রিজওয়ানুল হক বলেন, ‘পদ শূন্য থাকলেও অনেকে বাদ পড়বেন। কারণ কোনো সাবজেক্টে (বিষয়) হয়তো ১০০টি পদ ফাঁকা। সেখানে প্রার্থী ৩০০ জন। কিন্তু আমরা তো ১০০ জনের বেশি সুপারিশ করতে পারব না। ফলে বাকি ২০০ জন বাদ পড়বেন। আবার অনেক সাবজেক্ট আছে, যেখানে প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে আসনগুলো ফাঁকা পড়ে থাকবে।’

বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, আবেদনের সময় শেষ হয়েছে গত ১০ জুলাই। তবে রোববার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ফি জমা দেওয়ার সুযোগ পেয়েছেন প্রার্থীরা। নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ ও ফি পরিশোধ করে সফলভাবে আবেদন করেছেন ৫৭ হাজার ৮৪০ জন।