বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের বহুল প্রতীক্ষিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ এখন কেবল সময়ের অপেক্ষা। ইতোমধ্যে ফল প্রস্তুত প্রক্রিয়া শেষ হয়েছে, যেখানে নিয়োগের জন্য সুপারিশ পাওয়া যাবে ৪১ হাজারেরও বেশি প্রার্থীর নাম।
রোববার (১৭ আগস্ট) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব (রুটিন দায়িত্ব) মজিবর রহমানের সঙ্গে বৈঠক করেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম। বৈঠকে নিয়োগ সুপারিশের সারসংক্ষেপ নিয়ে আলোচনা হয়।
এসময় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (মাধ্যমিক-২) মো. মিজানুর রহমানও উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘৪১ হাজারেরও বেশি প্রার্থীকে নিয়োগ সুপারিশ করা হবে। সচিবের সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে। খুব শিগগিরই সুপারিশ প্রকাশ করা হবে।’
গত ১৬ জুন শিক্ষক নিয়োগের লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে এনটিআরসিএ। ২২ জুন থেকে শুরু হয়ে আবেদন গ্রহণ চলে ১০ জুলাই পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে ৫৭ হাজারের বেশি প্রার্থী আবেদন করেন।
তবে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, দেশের বিভিন্ন এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে।
এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ শূন্য ছিল। সে হিসেবে এবার প্রায় অর্ধেক শূন্যপদই ফাঁকা থেকে যাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন