ঢাকা বুধবার, ২০ আগস্ট, ২০২৫

একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ বুধবার

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ১১:৪৩ পিএম
প্রথম ধাপে অনলাইনে মোট ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। ছবি- সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। যাচাই-বাছাই শেষে বুধবার (২০ আগস্ট) রাত ৮টায় প্রথম ধাপের ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৯ আগস্ট) একাদশে ভর্তি সংক্রান্ত কমিটি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সূত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রথম ধাপে অনলাইনে মোট ১০ লাখ ৭৩ হাজার ৩৩৬ জন শিক্ষার্থী আবেদন করেছেন। দেশের সব কলেজ ও মাদরাসায় কেন্দ্রীয়ভাবে একাদশে ভর্তির আবেদন নেওয়া হয়। এই ধাপে আবেদন নেওয়া হয়েছিল ৩০ জুলাই থেকে ১৫ আগস্ট রাত ৮টা পর্যন্ত। এইচএসসি এবং আলিমের একাদশ শ্রেণিতে এই ধাপ প্রযোজ্য, আর কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ভর্তির প্রক্রিয়া আলাদা।

গত ১০ জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর মোট ১৩ লাখ ৮ হাজার ২১৮ জন শিক্ষার্থী পাস করেছেন। এর মধ্যে কারিগরি শিক্ষা বোর্ড থেকে এসএসসি পাস করেছেন এক লাখ ৪ হাজার ৪১১ জন।

বাকি ১২ লাখ ৩ হাজার ৮০৭ জন শিক্ষার্থী স্কুল-মাদরাসা থেকে এসএসসি ও দাখিল পাস করেছেন। তবে এদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৭১ জন শিক্ষার্থী প্রথম ধাপে ভর্তি আবেদন করেননি।

প্রথম ধাপে কিছু শিক্ষার্থী কাঙ্ক্ষিত কলেজ বা মাদরাসায় নির্বাচিত না হওয়ায় আবারও ভর্তি প্রক্রিয়ায় অংশ নেবেন। ভর্তি কমিটি জানিয়েছে, নির্বাচিত শিক্ষার্থীরা অবশ্যই মনোনীত কলেজে ভর্তি নিশ্চয়ন করতে পারবেন।

মনোনীত শিক্ষার্থী ভর্তি নিশ্চয়ন না করলে পরবর্তী ধাপে আবার আবেদন করার সুযোগ পাবেন। এছাড়া মনোনীত শিক্ষার্থীরা ভর্তি নিশ্চয়ন করার পরও মাইগ্রেশন বা শিক্ষাপ্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পাবেন।

ভর্তি সংক্রান্ত সকল তথ্য এবং ফলাফলের নিশ্চয়ন সংশ্লিষ্ট ওয়েবসাইটে বুধবার রাত ৮টার পর প্রকাশ করা হবে।