ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। এবার চেম্বার আদালতে হাইকোর্টের আদেশ স্থগিত হয়েছে। অর্থাৎ ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন হতে কোনো বাধা নেই।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে আইনজীবী শিশির মনির বলেন, ডাকসু নির্বাচনে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে চেম্বার আদালতে আবেদন করে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে এক আদেশে হাইকোর্টের রায় স্থগিত করেন চেম্বার আদালত। ফলে ডাকসু নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই।
এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছিলেন হাইকোর্ট। একই সঙ্গে কোন প্রক্রিয়ায় ডাকসু নির্বাচনের প্রার্থী মনোনয়ন, বাছাই ও চূড়ান্ত করা হচ্ছে এবং ভোটের প্রস্তুতির প্রক্রিয়া কী—এসব বিষয়েও জানতে চেয়েছিলেন হাইকোর্ট।
তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) কেন্দ্রীয় কমিটি ও হল সংসদগুলোর নির্বাচন অনুষ্ঠিত হবে।
এদিকে, মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। এতে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পান ৪৭১ জন।
এ ছাড়া মনোনয়নপত্র বাতিলের পর ১০ জন আপিল না করায় তাদের প্রার্থীতাও বাতিল হয়েছে।
পদভিত্তিক চূড়ান্ত প্রার্থী সংখ্যা:
সহসভাপতি (ভিপি): ৪৫ জন।
সাধারণ সম্পাদক (জিএস): ১৯ জন।
সহ-সাধারণ সম্পাদক (এজিএস): ২৫ জন।
মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক: ১৭ জন।
কমনরুম, রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক: ১১ জন।
আন্তর্জাতিক সম্পাদক: ১৪ জন।
সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক: ১৯ জন।
বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক: ১২ জন।
গবেষণা ও প্রকাশনা সম্পাদক: ৯ জন।
ক্রীড়া সম্পাদক: ১৩ জন।
ছাত্র পরিবহণ সম্পাদক: ১২ জন।
সমাজসেবা সম্পাদক: ১৭ জন।
স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক: ১৫ জন।
মানবাধিকার ও আইন বিষয়ক সম্পাদক: ১১ জন।
ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক: ১৫ জন।
সদস্য পদ: ২১৭ জন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন