জাকসু নির্বাচন গ্রহণযোগ্যতা হারিয়েছে, এটা কোনোভাবে মনে করি না। ৭০ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে বলে জানিয়েছেন জাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) মাজহারুল ইসলাম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে ফলাফল ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া সাংবাদিকদের কাছে এ আশা ব্যক্ত করেন।
মাজহারুল ইসলাম বলেন,আমাদের সমন্বিত শিক্ষার্থী জোটের যে নিরঙ্কুশ বিজয়, এ বিজয় শুধুমাত্র আমাদের নয়, এ বিজয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়য়ের সকল শিক্ষার্থীর।
তিনি বলেন, আমরা মনে করি আমরা আজ বিজয় অর্জন করিনি। আমরা তখনই বিজয় অর্জন করবো, যেদিন আমরা আমাদের জাকসু থেকে দায়িত্ব পালন শেষ করে পরবর্তী জাকসু অনুষ্ঠিত করতে পারবো এবং যেদিন শিক্ষার্থীরা আমাদের স্বীকৃতি দেবে যে আমরা আমাদের দায়িত্ব যথাযতভাবে পালন করতে পেরেছি, এই ক্যাম্পাসের হাজার হাজার শিক্ষার্থী যারা আমোদের ভোট দিয়ে নির্বাচিত করেছেন, তাদের আমানতের ভার আমরা রক্ষা করতে পেরেছি, সেই দিন আমরা বলতে পারবো আমরা বিজয় অর্জন করতে পেরেছি।
নির্বাচনী দায়িত্ব পালনকালে জাবি শিক্ষকের মৃত্যুর কথা স্মরণ করে তিনি বলেন, ‘ম্যাডামের মৃত্যুতে দোয়া করা হবে। বিজয় মিছিল করা হবে না।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন