ব্যবসায় ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে শেষ হয়েছে প্রথমবারের মতো অনুষ্ঠিত ঢাকা সেন্ট্রাল ইউনির্ভাসিটির (প্রস্তাবিত) ভর্তি পরীক্ষা।
শনিবার (২৩ আগস্ট) বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হওয়া আগামী তিন দিনের মধ্যে এই পরীক্ষার ফল অনলাইনে শিক্ষার্থীরা দেখতে পারবে।
জানা গেছে, এই ভর্তি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়ন করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) টেকনিক্যাল টিম। ভর্তি পরীক্ষার ফল ৩ দিনের মধ্যে অনলাইন প্রকাশ করা হবে।
ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে ইউজিসির চেয়ারম্যান ফয়েজ উদ্দিন বলেন, ‘প্রস্তাবিত সেন্ট্রাল ইউনির্ভাসিটির ভর্তি পরীক্ষা খুব সুষ্টু ও সুন্দরভাবে, সুন্দর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এই বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যতে সুন্দর হবে আশা করছি। একটি মডেল বিশ্ববিদ্যালয় হবে। অতি দ্রুত সময়ের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ ঘোষণার বিষয়ে কাছ চলছে।’
উল্লেখ্য, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা কলেজ, কবি নজরুল কলেজ ও শহীদ সোহরাওয়ার্দী কলেজে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।