ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাসে চলছে ছাত্রদলের বিক্ষোভ। এতে ঢাবি উপাচার্যের পদত্যাগসহ বিভিন্ন দাবি করছেন আন্দোলনকারীরা। তবে এ আন্দোলনে অংশগ্রহণকারীদের নিয়ে বিভিন্ন মহল থেকে উঠেছে প্রশ্ন।
অনেকেই বলছেন, আন্দোলনে বহিরাগতদের ভাড়া করে এনেছে ছাত্রদল। আবার কেউ এ-ও অভিযোগ করছেন, অংশগ্রহণকারী বহিরাগতদের মধ্যে রয়েছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরাও।
এমন নানামুখী বক্তব্যে তোলপাড় সামাজিক যোগাযোগমাধ্যম। আন্দোলনের অংশগ্রহণকারীদের নিয়ে প্রশ্ন তুলেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীও। তিনি নিজের ফেসবুক ওয়ালে একাধিক ছবি পোস্ট করে লেখেন, ‘ভিসিকে পদত্যাগ করাতে ঢাবি ক্যাম্পাসে এরা কারা!’

ওই পোস্টের মন্তব্যের ঘরে অনেকেই আন্দোলনকারীদের পরিচয় দেওয়ার চেষ্টা করেছেন।
জিয়াউল হক নামে একজন লিখেছেন, ‘টোকাই লীগ’, সাকিবুল হাসান চৌধুরী নামে আরেকজন লিখেছেন, ‘টোকাই দল’, ‘চাঁদাবাজ’ বলেও কেউ কেউ মন্তব্য ছুড়ে দিয়েছেন।
হাদীর ওই পোস্টে তাদের (আন্দোলনকারী) বহিরাগত হিসেবে চিহ্নিত করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলমও।
কমেন্টে তিনি লেখেন, ‘যে বহিরাগতদের হাতে সাম্যকে খুন হতে হয়েছে সেই বহিরাগতদের দিয়ে ক্যাম্পাসে রাজনৈতিক কর্মসূচি করানো হচ্ছে।’
জুলাই আন্দোলন চলাকালে ক্ষমতাসীনদের তৎপরতার সঙ্গেও ঢাবির আন্দোলনকারীদের তুলনা করেন সারজিস।

তিনি লেখেন, ‘এভাবেই বহিরাগতদের ক্যাম্পাসে এক্সেস দেওয়া হয়। তারা শিক্ষার্থী ও শিক্ষকদের নিয়ে যা ইচ্ছা তাই স্লোগান দেয়। সাহস বেড়ে যায়। ফলশ্রুতিতে বিভিন্ন সময় তারা শিক্ষার্থীদের গায়ে হাত তোলার সাহস পায়। সর্বশেষ এমন চিত্র দেখেছিলাম ১৫ জুলাই ২০২৪।’
এদিকে, ঢাবিতে ছাত্রদলের আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই নেতিবাচক অভিমত প্রকাশ করছেন।
গত মঙ্গলবার (১৩ মে) রাত পৌনে ১২টার দিকে সাম্য তার বিশ্ববিদ্যালয়ের দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলযোগে সোহরাওয়ার্দী উদ্যান থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার কালে হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় সাম্যের বড় ভাই এসএমএ শরিফুল আলমের অভিযোগে শাহবাগ থানায় মামলা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) জানিয়েছে, ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের শনাক্ত করে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এরা হলেন- তামিম হাওলাদার (৩০), সম্রাট মল্লিক (২৮) ও পলাশ সরদার (৩০)। বাকিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলমান।
আপনার মতামত লিখুন :