ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম বিতারণ কার্যক্রম আগামীকাল মঙ্গলবার (১২ আগস্ট) থেকে শুরু হবে। এ কার্যক্রম চলবে আগামী ১৮ আগস্ট পর্যন্ত।
সোমবার (১১ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।
মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার নিয়ম
- সময়: সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
- স্থান: নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলা, চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়।
- সংগ্রহের সময়কাল: ১২-১৮ আগস্ট ২০২৫।
- জমা দেওয়ার শেষ সময়: ১৯ আগস্ট ২০২৫, বেলা ৩টা।
- ফি: প্রতিটি ডাকসুর মনোনয়ন ফরমের জন্য ৩০০ টাকা।
আচরণবিধি
মনোনয়ন ফরম সংগ্রহ বা জমা দেওয়ার সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না। সর্বোচ্চ ৫ জন সমর্থক নিয়ে মনোনয়ন ফরম সংগ্রহ বা জমা দেওয়া যাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন