রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়ন সংগ্রহের শেষ দিন চলছে আজ মঙ্গলবার। শেষ দিনেও মনোনয়ন ফরম সংগ্রহ করেননি ছাত্রদল, শিবির, ছাত্র অধিকার পরিষদসহ সম্ভাব্য প্যানেলের নেতারা।
তবে দুপুর ২টার দিকে গণতান্ত্রিক ছাত্র জোটসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা রাকসুর ২৩টি ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।
গত দুই দিনসহ আজ মঙ্গলবার দুপুর ৩টা পর্যন্ত রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মোট ৮২ জন পদপ্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ দিকে ক্রিয়াশীল ছাত্রসংগঠনগুলোর বেশকিছু দাবি ও ছাত্রদলের দুই মাস সময় চাওয়ার ‘অনুরোধের’ পরিপ্রেক্ষিতে আজ নির্বাচন কমিশনের জরুরি সভা বসেছে। দুপুর ২টায় শুরু হওয়া এই সভা দুপুর সাড়ে ৩টা পর্যন্ত অব্যাহত ছিল।
এর আগে দুই দফায় বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন।
নাম প্রকাশ না করা শর্তে এক নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা দুই দিন সব অংশীজনদের সঙ্গে আলোচনা করেছি। আজ জরুরি সভা অব্যাহত আছে। মনোনয়ন বিতরণের সময় বাড়ানো ও নির্বাচন পেছানোর আলোচনা চলছে।’
মনোনয়ন ফরম সংগ্রহ করেনি ছাত্রদল, শিবির
মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিনেও আজ বিকেল সাড়ে ৩টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদসহ সম্ভাব্য প্যানেলের কোনো পদপ্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেনি। তবে ২টার দিকে গণতান্ত্রিক ছাত্র জোটসহ সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা রাকসুর ২৩টি ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনে ৫টি পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। কে, কোন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তা জানাননি তারা।
ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতারা বলেন, নির্বাচন কমিশনের একটা বৈঠক চলছে। এতে মনোনয়ন ফরম বিতরণের সময় নিয়ে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। তাই কমিশনের সিদ্ধান্তের জন্য তারা অপেক্ষা করছেন।
কোন পদে কত জন মনোনয়ন সংগ্রহ করেছেন
মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন আজ দুপুর ৩টা পর্যন্ত ভিপি পদে মনোনয়নপত্র বিতরণ হয়েছে ৬টি, জিএস পদে ৪টি, এজিএস পদে ৩টি, ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ৩ টি, সহকারী ক্রীড়া ও খেলাধুলা সম্পাদক পদে ২ টি, মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ২ টি, সহ-মিডিয়া ও প্রচার সম্পাদক পদে ৩টি, মহিলাবিষয়ক সম্পাদক পদে ৪টি, সহকারী মহিলাবিষয়ক সম্পাদক পদে ৩টি, তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৪টি, সহকারী তথ্য ও গবেষণা সম্পাদক পদে ৩টি, সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ৪টি, সহকারী সংস্কৃতিবিষয়ক সম্পাদক পদে ২টি, সহকারী বিতর্ক ও সাহিত্য বিষয়ক সম্পাদক পদে ২টি, পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ৩টি এবং সহকারী পরিবেশ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক পদে ৬টি।
এ ছাড়াও কার্যনির্বাহী সদস্য পদে ১৮টি ফরম বিতরণ করা হয়েছে। এদিকে সিনেট ছাত্র প্রতিনিধি পদে ১০টি পদে ফরম বিতরণ করা হয়েছে।
এ ব্যাপারে রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক আব্দুর রাজ্জাক বলেন, ‘খুবই উৎসব মুখর পরিবেশে আজ মনোনয়নপত্র বিতরণ চলছে। অন্যান্য দিনের চেয়ে আজ বেশি সাড়া পাওয়া যাচ্ছে। এদিকে নির্বাচন কমিশনের জরুরি বৈঠক চলছে। সেখানে মনোনয়ন বিতরণের সময় বাড়ানোসহ বেশকিছু বিষয়ে আলোচনা চলছে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন