ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঈর্ষান্বিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন প্যানেলটির ভিপি প্রার্থী সাদিক কায়েম।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সংবাদকর্মীদের কাছে এ অভিযোগ করেন তিনি।
সাদিক কায়েম বলেন, আমাদের প্রতি ঈর্ষান্বিত হয়ে সোশ্যাল মিডিয়ায় আমার ও আমাদের নারী প্রার্থীদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হচ্ছে। জুলাই আন্দোলনের আকাঙ্ক্ষা অনুযায়ী বড় বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র সংসদ নির্বাচন শুরু হয়েছে। তবে পতিত শক্তি ক্যাম্পাসগুলোতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছে।
তিনি বলেন, ফ্যাসিবাদীদের পাতানো ফাঁদে না পড়ে ক্যাম্পাসে ক্যাম্পাসে আমাদের কনসেনশাসে আসতে হবে। এক বছরেও ছাত্রলীগ-যুবলীগের চিহ্নিত সন্ত্রাসীদের কোনো বিচার করতে না পারায় এখন তারা ষড়যন্ত্র করছে। এটি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা।
আগামী ৯ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন অনুষ্ঠিত হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন